মহরে ফাতেমির পরিমাণ কত টাকা?

মহরে ফাতেমি পরিমাণ কত?

মহরে ফাতেমি হলো- রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় কন্যা ফাতিমা রাঃ এর সাথে হযরত আলি রা: এর মধ্যকার বিয়েতে ধার্যকৃত মহর। 

হাদীস শরীফে মহরে ফাতেমি নিয়ে বিভিন্ন রেওয়ায়েত পাওয়া যায়। যেমন মুহাম্মদ ইবনু ইব্রাহীম রঃ বর্ণনা করেন,

كَانَ صِداق بنَاتِ رسول اللهﷺ ونساءه خَمْسَ مائة درْهم ثِنْتَيْ عَشْرَةَ أُوقِيَّةً و نصف

রাসুলুল্লাহ ﷺ-এর মেয়ে ও স্ত্রীগণের মহর ছিল পাঁচশত দেরহাম তথা সাড়ে বারো উকিয়া। ( তবাক্বাতে ইবনে সা'দ ৮/২২)

মাজমুয়ায়ে ইমাম নববী রঃ-তে রয়েছে:

والمستحبُّ ألا يزيْد على خمسمِائة درهَم، وهو صِداق أزْواج النبي ﷺ وبَناته

অর্থ্যাৎ মহর পাঁচশত দেরহামের বেশি না-হওয়া মুস্তাহাব। এটা রাসুলুল্লাহ ﷺ-এর স্ত্রী এবং কন্যাদের মহর ছিল।(১৬ খণ্ড, ৩২৭ পৃষ্ঠা)

আবু দাউদ শরীফের এক হাদীসে এসেছে--

ﻋﻦ ﺃﺑﻰ ﺍﻟﻌﺠﻔﺎﺀ ﺍﻟﺴﻠﻤﻰ ﻗﺎﻝ ﺧﻄﺒﻨﺎ ﻋﻤﺮ ﺭﺣﻤﻪ ﺍﻟﻠﻪ

ﻓﻘﺎﻝ ﺃﻻ ﻻ ﺗﻐﺎﻟﻮﺍ ﺑﺼﺪﻕ ﺍﻟﻨﺴﺎﺀ ﻓﺈﻧﻬﺎ ﻟﻮ ﻛﺎﻧﺖ ﻣﻜﺮﻣﺔ

ﻓﻰ ﺍﻟﺪﻧﻴﺎ ﺃﻭ ﺗﻘﻮﻯ ﻋﻨﺪ ﺍﻟﻠﻪ ﻟﻜﺎﻥ ﺃﻭﻻﻛﻢ ﺑﻬﺎ ﺍﻟﻨﺒﻰ -

ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - ﻣﺎ ﺃﺻﺪﻕ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ - ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ

ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - ﺍﻣﺮﺃﺓ ﻣﻦ ﻧﺴﺎﺋﻪ ﻭﻻ ﺃﺻﺪﻗﺖ ﺍﻣﺮﺃﺓ ﻣﻦ

ﺑﻨﺎﺗﻪ ﺃﻛﺜﺮ ﻣﻦ ﺛﻨﺘﻰ ﻋﺸﺮﺓ ﺃﻭﻗﻴﺔ

ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ ﻟﻠﺴﺠﺴﺘﺎﻧﻲ:ﺭﻗﻢ ﺍﻟﺤﺪﻳﺚ 2108: - ﺝ 2

ﺹ 199 )

হযরত আবুল আজফা আস-সালামী (র.) হতে বর্ণিত, তিনি বলেন, হযরত উমর (রা.) আমাদের মাঝে খুতবাহ প্রদান করেন। তখন তিনি বলেন, “সাবধান! তোমরা মহর নির্ধারণের ব্যপারে বাড়াবাড়ি করবে না। যদি তা দুনিয়াতে সম্মানের বস্তু হত বা আল্লাহর নিকট তাক্বওয়ার বিষয় হত,তাহলে তোমাদের চেয়ে তা পালন করায় বেশী যোগ্য হতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর স্ত্রীদের ও তাঁর কোন কন্যাদের জন্য বার উকিয়ার অধিক মহর ধার্য করেননি।” (সুনানে আবু দাউদ, হাদীস নং ২১০৮)

আরও পড়ুন: ক্রিকেট খেলা কি জায়েজ?

সহীহ মুসলিম শরীফের এক হাদীসে হযরত আয়েশা (রা.)-এর বক্তব্যের মাধ্যমে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পবিত্র স্ত্রীগণের মহর ছিল সাড়ে বার উকিইয়্যা বা ৫০০ দিরহাম। (সহীহ মুসলিম, হাদীস নং ৩৫৫৫)

তবে কোন কোন সিরাতের কিতাবে মহরে ফাতেমি ৪৮০দিরহামের কথাও উল্লেখ রয়েছে। তবে উল্লেখযোগ্য রেওয়ায়েতের উপর ভিত্তি করে আমরা ৫০০ দিরহাম কে মহরে ফাতেমি হিসেবে ধরে নিয়েছি।

অতএব,

মহরে ফাতেমি হলো - ৫০০ দিরহাম

১ দিরহাম= ০.২৫২৬ ভরি/তোলা

সুতরাং ৫০০×০.২৫২৬= ১২৬.৩ ভরি রুপা।

১ভরি রুপার মূল্য=১৭১৪ টাকা

(চলমান বাজার ধর অনুযায়ী। বাজারে ধর বাড়লে এখানে সে মূল্য সংযোজন করে হিসেবে করতে হবে)

সুতরাং ১২৬.৩ ভরি রুপার মূল্য (১২৬.৩×১৭১৪)=২১৬৪৭৮ টাকা।

সুতরাং মহরে ফাতেমি = ২১৬৪৭৮ টাকা।



Learn With Iqbal

I'm Muhammad Iqbal Hossain, a language teacher. Languages ignite my passion – their ability to connect us and unlock new worlds. youtube facebook instagram telegram whatsapp

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন