বাংলা ভাষায় বুখারীর প্রথম অনুবাদ করেছেন কে?
হয়তো অনেকেই আনমনা উত্তর দিবেন,- 'শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক'। শুনতে খারাপ লাগলেও কুরআন শরীফের প্রথম অনুবাদকের মতো বুখারীর প্রথম অনুবাদক নিয়ে-ও আমাদের মধ্যে ভুল প্রচলন রয়েছে।
ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস হলো হাদীস শরীফ। হাদীস-ও একপ্রকার ওহী। হাদীসকে বলা হয় ওহী গয়রে মাতলূ। কেননা নবীজী (সাঃ) নিজ পক্ষ থেকে কোনো কথা বলতেন না। যা বলতেন আল্লাহ তায়া’লার থেকে ওহীর আলোকেই বলতেন। হাদীস হলো কুরআন বুঝার অন্যতম মাধ্যম। আর হাদীস শরীফকে যাচাই-বাছাই করে বিশুদ্ধ পন্থায় গ্রন্থাকারে সংকলনের অন্যতম পথিকৃৎ হলেন ইমাম বুখারি (রহঃ)। সমগ্র মুসলিম বিশ্বে পবিত্র কুরআনের পর সবচাইতে বিশুদ্ধ হাদীসগ্রন্থ হলো তারই সংকলিত সহিহ আল-বুখারি । যার পুরো নাম হলো “আল-জামি আস-সহীহু আল-মুসনাদু আল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম) ওয়া সুনানিহী ওয়া আইয়্যামিহী”।
বিশ্ব বিখ্যাত এই হাদীসগ্রন্থের বাংলা অনুবাদ নিয়ে এদেশে একটি ভুল তথ্য ছড়িয়ে আছে।
আল্লামা আজিজুল হক রঃ এর অনুবাদ গ্ৰন্থ প্রকাশ হওয়ার প্রায় ১০ বছর পূর্বে পশ্চিমবঙ্গের বিখ্যাত আলেম ফুরফুরার উজ্জ্বল নক্ষত্র হযরত আল্লামা বজলুর রহমান দরগাহপুরী রঃ বুখারী শরীফের বাংলা অনুবাদ প্রকাশ করেন ।
সর্বাধিক গ্ৰহনযোগ্য মতানুসারে আল্লামা আজিজুল হক রঃ তাঁর বঙ্গানুবাদ বুখারী শরীফ প্রকাশ করেন ১৯৫৭ সালে। এ মত দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম.ফিল গবেষক আব্দুর বারী ওয়াদুদী সাহেব তাঁর গবেষণা থিসিস “হাদীস চর্চায় শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক ও মুফতি আমিমুল ইহসানের অবদান” শীর্ষক গবেষণা পত্রে পৃঃ ১৩৯। এই হিসাবে দেখা যায় আল্লামা হক সাহেবের অনুবাদের বয়স ২০২৩-১৯৫৭= ৬৬ বছর।
পক্ষান্তরে আল্লামা দরগাহপুরী রঃ তিনি তার বঙ্গানুবাদ বুখারী শরীফ প্রকাশ করেন ১৩৫৬ বঙ্গাব্দে। বর্তমান ১৪৩০ বঙ্গাব্দ চলছে। সুতরাং আল্লামা দরগাহপুরী রঃ এর অনুবাদের বয়স হল ১৪৩০-১৩৫৬=৭৪ বছর।
হিসাব করলে দেখা যাচ্ছে আল্লামা আজিজুল হক সাহেবের অনুবাদ প্রকাশের প্রায় ৮/৯ বছর আগে দরগাহপুরী সাহেব রঃ এর অনুবাদ প্রকাশ হয়েছে। অথচ বাংলা ভাষাভাষী আলেম থেকে গবেষক সকলেই একবাক্যে জানেন সর্বপ্রথম বুখারীর বঙ্গানুবাদ করেন আল্লামা আজিজুল হক সাহেব রঃ।
আরও পড়ুন: ট্রান্সজেন্ডার কী? ট্রান্সজেন্ডার কারা?
আমি মনে করি এটা সংশোধন হওয়া দরকার। এক বাঙ্গালী সন্তানের খিদমতকে অবমূল্যায়ন করা হয়েছে। সঠিকটা জানার অধিকার আমাদের সকলের। আমি আল্লামা আজিজুল হক সাহেবের বিরোধী নই কিন্তু সঠিক বিষয়টি উম্মাহকে জানা দরকার।
সঠিক ইতিহাস প্রচারে কপি বা শেয়ার করতে পারেন।