বাংলাদেশে ইসলাম প্রচারে সুফিবাদের অবদান

বাংলাদেশে ইসলাম প্রচারে সুফিবাদের অবদান।

বাংলাদেশে ইসলাম প্রচারে সুফিবাদের অবদান
চরমোনাইর গদ্দীনশীন এবং ছারছীনার বড় সাহেব জাদা।

উপমহাদেশে আপনার মূলে কে? আপনার ভ্রাতৃত্ব কাদের সাথে হওয়া উচিত? 

আপনি যেই মতাদর্শের হোন না কেন, উপমহাদেশে আপনার মূলে থাকবেন শাহ ওয়ালি উল্লাহ মুহাদ্দেস দেহলভী রঃ। পরবর্তীতে তাঁর ছেলে শাহ আব্দুল আযিয মুহাদ্দিস দেহলভী রঃ'সহ অন্যান্যরা।


শাহ আব্দুল আযিয রঃ এর অন্যতম খলীফা সৈয়দ শহীদ আহমদ বেরেলভী রঃ। সৈয়দ শহীদ আহমদ বেরেলভী রঃ এর অন্যতম তিনজন খলিফা। যথাক্রমে:

☞ কারামত আলি জৈনপুরী রঃ

☞ নূর মোহাম্মদ নিজামপুরী রঃ

☞ নূর মোহাম্মদ ঝঞ্জানভী রঃ


এনায়েতুল্লাহ আব্বাসী জৈনপুরী। 

➤কারামত আলি জৈনপুরী রঃ এর ধারায় পরবর্তীতে বাংলাদেশে এসেছেন-


☞ হাফেজ আহমদ জৈনপুরী রঃ 

☞ ইয়াকুব আলি বদরপুরী রঃ (বদরপুরী)

☞ আব্দুল লতিফ ফুলতলী রঃ  (ফুলতলী দরবার শরীফ)


➤নূর মোহাম্মদ নিজামপুরী র: এর ধারায় পরবর্তীতে  যথাক্রমে এসেছেন

☞ সূফি ফতেহ আলি ওয়াইসী রঃ।

☞ আবু বকর সিদ্দিকী আল কুরাইশী রঃ


সোনাকান্দার বর্তমান গদ্দীনশীন পীর সাহেব হুজুর


◑ আবু বকর সিদ্দিকী আল কুরাইশী রঃ এর ধারায় পরবর্তীতে বাংলাদেশে এসেছেন। তাদের মধ্যে অন্যতম-

☞নেছারুদ্দীন আহমদ রঃ (ছারছীনা দরবার শরীফ)

☞ আব্দুর রহমান হানাফি রঃ (সোনাকান্দা দরবার শরীফ) 

☞ খন্দকার আব্দুল হামিদ রঃ (মাগুরা দরবার শরীফ) 

☞ ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ রঃ

☞ মাওলানা মোয়াজ্জেম হোসাইন রঃ 


ছারছীনা বর্তমান পীর সাহেব হুজুর কিবলা।


➤নূর মোহাম্মদ ঝঞ্জানভী রঃ এর ধারায় পরবর্তীতে এসেছেন 

☞ হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রঃ এবং তাঁর তথা হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রঃ এর ধারায় পরবর্তীতে এসেছেন-


⊕ রশিদ আহমদ গঙ্গুহী রঃ

⊕ আশ্রাফ আলি থানবী রঃ

⊕ হুসাইন আহমদ মাদানী রঃ


হুসাইন আহমদ মাদানী।

⊕ রশিদ আহমদ গঙ্গুহী রঃ এর ধারায় পরবর্তীতে বাংলাদেশে  এসেছেন-

☞ ক্বারী ইব্রাহিম রঃ (উজানি দরবার শরীফ,চাঁদপুর)।

 পরবর্তীতে ক্বারী ইব্রাহিম রঃ থেকে এসেছেন

☞ ইসহাক রঃ (চরমোনাই দরবার শরীফ)।


চরমোনাইর ফজলুল করীম রঃ

⊕ আশ্রাফ আলি থানবী রঃ থেকে পরবর্তীতে বাংলাদেশে এসেছেন-

☞ শামছুল হক ফরিদপুরী রঃ ( গওহর ডাঙ্গা মাদ্রাসা)

☞ হাফেজ্জী হুজুর রঃ (কামরাঙ্গীচর কওমি মাদ্রাসা)

☞ আবরারুল হক রঃ

☞ মাওলানা আতাহার আলি রঃ


✪ আবরারুল হক রঃ এর ধারায় পরবর্তীতে এসেছেন -

☞ মাহমুদুল হাসান মাঃজিঃআঃ (যাত্রাবাড়ীর শায়খ)

☞ আব্দুর রহমান রঃ (বসুন্ধরা রিসার্চ সেন্টার)

☞ শাহ হাকিম আখতার রঃ। শাহ হাকিম আখতার রঃ থেকে পরবর্তীতে এসেছেন-

☞ শাহ মতিন বিন হুসাইন (ঢালকানগর পীর সাহেব)


জুনায়েদ বাবুনগরী।


⊕ হুসাইন আহমদ মাদানী রঃ এর ধারায় পরবর্তীতে এসেছেন-


☞ কাযী মু'তাসীম বিল্লাহ রঃ (মালীবাগ মাদ্রাসা)

☞ ইদ্রিস সন্ধীপী রঃ (মাদানীনগর মাদ্রাসা)

☞ আহমদ শফী রঃ।  (হাটহাজারী মাদ্রাসা) তাঁর থেকে আমিনী রঃ (লালবাগ মাদ্রাসা)


এই শাখাগুলো থেকে বৃহত্তর খেদমত আঞ্জাম দেওয়া হচ্ছে। বাংলাদেশের অধিকাংশ দ্বীনি মারকাজগুলো কোন না কোন ভাবে এই শাখাগুলোর সাথে জড়িত। লেখা বড় হওয়ার ভয়ে সবার পরিচিতি লেখা সম্ভব হচ্ছে না।


মুফতি শফী রঃ


যে বা যারা আমার লেখাটি পড়বেন, এই শাখাগুলোর সাথে আপনার সম্পর্কের মাধ্যম কে? তার নামসহ উল্লেখ করবেন। 

আরও পড়ুন: বাংলাদেশে জামাতে ইসলামির প্রতিষ্ঠাতা মওলানা আব্দুর রহিম রঃ পদত্যাগের বিস্তারিত বিবরণ

প্রিয় পাঠক এখন আপনি বলুন! ফুরুয়ি এখতেলাফের কারণে আপনি কাকে বিদায়াতি বানাচ্ছেন? কার সাথে বিদ্বেষ রেখে মনে মনে পুলকিত হচ্ছেন? আপনার আমার প্রায় আমাদের সবার মূলে রয়েছেন শহীদে বালাকোট সৈয়দ শহীদ আহমদ বেরেলভী রঃ।  আমরা একই ঝর্ণাধারার একাধিক নহর। আমরা একই বৃক্ষের শাখাপ্রশাখা। ওমুকে কওমি, তমুকে দেওবন্দী, ওমুক ওমুকে ফুরফুরাভী, তমুকে তমুক আলিয়া ইত্যাদি বিভাজন বাদ দিয়ে নিজের আত্ম পরিচয় জানার চেষ্টা করি।


 ফুরুয়ী বিষয়কে পাশে রেখে উম্মাহ কেন্দ্রীক চিন্তায় নিমজ্জিত হই। আসুন নিজেদের কাঁদা ছোড়াছুড়ি বাদ দিয়ে বাহিরে নজর দেই। 


আল্লাহুম্মাহদিনা ইলা সিরাতিল মুসতাকিম।

সাহেব কিবলা ফুলতলী রঃ 



Tags-বাংলাদেশে ইসলামের আগমন,বাংলাদেশে ইসলাম, বাংলাদেশে ইসলামী দাওয়াতের সমস্যা ও সমাধান,
বাংলাদেশে ইসলাম প্রচারে সুফিবাদের অবদান, বাংলাদেশে ইসলাম আগমনের ইতিহাস

Learn With Iqbal

I'm Muhammad Iqbal Hossain, a language teacher. Languages ignite my passion – their ability to connect us and unlock new worlds. youtube facebook instagram telegram whatsapp

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন