মিলাদুন্নবী সাঃ এর পক্ষে নির্ভরশীল ওলামায়ে কেরাম

মিলাদুন্নবী সাঃ এর পক্ষে কথা বললে যদি বিদায়াতি হয় তাহলে নিন্মোক্ত ইমামদের থেকে ইলম গ্রহন করবেন কি ভাবে? কারণ তারা-ও তো মিলাদুন্নবী সাঃ এর পক্ষে কথা বলেছেন। পারবেন! এদেরকে ছাড়া ইলমি ময়দানে বিচরণ করতে? 


☞ইমাম ইবনে হাজার আসকালানী রহঃ। (মৃত্যু:৮৫২ হিঃ)

☞ইমাম জালালুদ্দিন সূয়ুতী রহঃ। (মৃত্যু:৯১১ হিঃ)

☞ইমাম সাখাভী রহঃ।(মৃত্যু: ৯০২ হিঃ)

☞ইমাম ইবনে হাজার হাইতামী রহঃ।(মৃত্যু: ৯৭৪ হিঃ) 

☞ইমাম মোল্লা আলী ক্বারী রহঃ।( মৃত্যু:১০১৪ হিঃ)

☞ইমাম হাফেজ শামছুদ্দিন দামেশকী রহঃ। ( মৃত্যু: ৭২৭ হিঃ)

☞ইমাম শিহাব আহমাদ কাসতালানী রহঃ। (মৃত্যু: ৯২৩ হিঃ)

☞ইমাম আবু শামা  রঃ।( মৃত্যু:৬৬৫ হিঃ)

☞ইমাম শামছুদ্দিন ইবনুল জাযারী রহঃ। (মৃত্যু:৮৩৩ হিঃ)

☞ইমাম আব্দুর রহিম আল ইরাকী রহঃ।(মৃত্যু:৮০৬ হিঃ)

☞ইমাম ইবনু আবিদীন রহঃ। (মৃত্যু: ১২৫২ হিঃ)

☞ইমাম ইবনুল জাওযী রহঃ।(মৃত্যু: ৫৯৭ হিঃ)

☞ইমাম কাওছারী রহঃ।(মৃত্যু:১৩৭১ হিঃ)

☞ইমাম ইবনু মুলাক্কিন রঃ (মৃত্যু:৮০৪ হিঃ)

☞ইমাম মাকরিযী রঃ (মৃত্যু:৮৪৫হিঃ)

☞ইমাম যুরকানী রঃ (মৃত্যু:১১২২ হিঃ)

☞ইমাম লাক্বানী রঃ (মৃত্যু:১০৪১ হিঃ)

আরও পড়ুন: মিলাদুন্নবী সাঃ উদযাপন এর দলীল

ঈদে মিলাদুন্নবী সাঃ এর পক্ষে কথা বললেই যারা বিদায়াতের গন্ধ পান তারা এসব ইমামদের থেকে কখনো ইলম নিতে যাবেন না। আপনাদের কথা মতো এরাও না-কি বিদায়াত করতে উৎসাহ দিয়েছেন। এসব হাস্যকর কথা শুনা থেকে আল্লাহ আমাদের হিফাজত করুক। 


হাদাকুমুল্লাহ।

Learn With Iqbal

I'm Muhammad Iqbal Hossain, a language teacher. Languages ignite my passion – their ability to connect us and unlock new worlds. youtube facebook instagram telegram whatsapp

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন