নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে কি? এ মর্মে আয়াত ও হাদীস।

নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এমন কোন আয়াত ও হাদিস নাকি নেই! আমি অসংখ্য আয়াত ও হাদিস থেকে একটি আয়াত ও একটি হাদিস উপস্থাপন করলাম। 

নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে কি? এ মর্মে আয়াত ও হাদীস।


নামাজ পড়লে জান্নাত লাভ হয় মর্মে আয়াত


وَلَقَدۡ اَخذَ اللّٰہُ مِیثَاقَ بَنِیۡۤ اِسۡرَآءیۡلَ ۚ وَبَعَثۡنَا مِنۡہُمُ اثۡنَیۡ عَشَرَ نَقِیۡبًا ؕ وَقَالَ اللّٰہُ اِنِّیۡ مَعَکُمۡ ؕ لئِنۡ اَقَمۡتُمُ الصَّلٰوۃَ وَاٰتَیۡتُمُ الزَّکٰوۃَ واٰمَنۡتُمۡ بِرسُلِیۡ وَعَزَّرۡتُمُوۡہُمۡ وَاَقۡرَضۡتُمُ اللّٰہَ قَرۡضا حَسَنًا لَّاُکَفِّرنَّ عَنۡکُمۡ سَیّاٰتِکُمۡ وَلَاُدۡخلنَّکُمۡ جَنّتٍ تَجرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰر ۚ فَمَن کَفَرَ بَعۡدَ ذٰلِکَ مِنۡکُمۡ فَقَدۡ ضَلَّ سَوَآءَ السَّبِیۡلِ

{getToc} $title={Table of Contents}

আল্লাহ তায়া’লা বনী-ইসরাঈলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন এবং আমি তাদের মধ্য থেকে বারোজন সর্দার নিযুক্ত করেছিলাম। আল্লাহ তায়া’লা বলে দিলেনঃ আমি তোমাদের সঙ্গে আছি, যদি তোমরা নামায প্রতিষ্ঠিত কর, যাকাত দিতে থাক, আমার পয়গম্বরদের প্রতি বিশ্বাস রাখ, তাঁদের সাহায্য কর এবং আল্লাহ তায়ালাকে উত্তম পন্থায় ঋন দিতে থাক, তবে আমি অবশ্যই তোমাদের গোনাহ দুর করে দিব এবং অবশ্যই তোমাদেরকে উদ্যান (জান্নাত) সমূহে প্রবেশ করব, যেগুলোর তলদেশ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত হয়। অতঃপর তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এরপর-ও কাফের হয়, সে নিশ্চিত'ই সরল পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে। (সুরা আল মায়িদা ১২) 


নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে মর্মে হাদীস


عَن عبَادَة بن الصَّامِت رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول خمس صلوَات كتبهن الله على الْعباد فَمن جَاءَ بِهن وَلم يضيع مِنْهُنَّ شَيْئا اسْتِخْفَافًا بحقهن كَانَ لَهُ عِنْد الله عهد أَن يدْخلهُ الْجنَّة وَمن لم يَأْتِ بِهن فَلَيْسَ لَهُ عِنْد الله عهد إِن شَاءَ عذبه وَإِن شَاءَ أدخلهُ الْجنَّة رَوَاهُ مَالك وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه


হযরত উবাদা ইবন সামিত (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ আল্লাহ তা'আলা তাঁর বান্দাদের উপর পাঁচ ওয়াক্ত সালাত ফরয করেছেন। কাজেই যে তা সংরক্ষণ করবে


আরও পড়ুন: ঐতিহাসিক বদর যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ


এবং তার হকের কোন অংশে কম করবে না, তাকে জান্নাতে প্রবেশ করানোর ব্যাপারে আল্লাহর অঙ্গীকার রয়েছে। আর যে ব্যক্তি তা করবে না, তার সাথে আল্লাহর কোন চুক্তি নেই। চাইলে তিনি তাকে শাস্তি দেবেন, নতুবা তিনি চাইলে তাকে জান্নাতে প্রবেশ করাবেন।

ইমাম মালিক, আবু দাউদ, নাসাঈ ও ইবন হিব্বানের 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।

আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ (আত্-তারগীব ওয়াত্-তারহীব)

হাদীস নং: ৫৪৯

Learn With Iqbal

I'm Muhammad Iqbal Hossain, a language teacher. Languages ignite my passion – their ability to connect us and unlock new worlds. youtube facebook instagram telegram whatsapp

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন